Kidney_Stone বা কিডনি পাথর কি?
. একটি বা উভয় কিডনিতে সৃষ্টি হওয়া ছোট ও শক্ত দানাদার পদার্থকে কিডনির পাথর বলে। বেশিরভাগ কিডনির পাথরে ক্যালসিয়াম অক্সালেট নামক উপাদান থাকে। এছাড়া অন্যান্য কয়েক ধরনের কিডনির পাথরে ইউরিক এসিড, স্ট্রুভাইট ও সিসটিন থাকে।এই পাথর কিডনি ও মূত্রাশয় সংযোগকারী নালীতে প্রবেশ করলে কিডনি থেকে মূত্রাশয়ে মূত্রের প্রবাহ বাধাগ্রস্থ হয়। এই বাধার কারণে প্রচন্ড ব্যাথার সৃষ্টি হয়। সাধারণত যে বিষয়গুলি কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বৃদ্ধি করে সেগুলো হলো- শরীরের অতিরিক্ত ওজন, উচ্চ প্রোটিনযুক্ত খাদ্য গ্রহণ, গ্যাসট্রিক বাইপাস সার্জারি, পানিশূন্যতা এবং পানিতে সমস্যা ও বংশে কারো কিডনিতে পাথর হওয়া।
Sawory 🍾 : এতে আছে ২৮+ বিশ্বমানের প্রাকৃতিক ফলের রস (Herbs) যাতে করে কিডনি পাথর এক নির্দিষ্ট আকৃতি তে বের হতে সহায়তা করে এবং মূত্রে ক্যালসিয়াম অক্সালেট ও ইউরিক এসিডের মতো কেলাস সৃষ্টিকারী (স্ফটিক) উপাদানের পরিমাণ কমিয়ে দেয় যার ফলে পাথর সৃস্টি হয়ার ঝুঁকি থাকেনা।
বায়ো স্প্রে প্লাস-এ
"আরজিনিন" নামক এক ধরনের এমাইনো এসিড রয়েছে,
যার কাজ হচ্ছে আমাদের শরীরের নিস্ক্রিয় কোষকে সক্রিয় করা।
যার ফলে বিটা সেল সক্রিয় হয়ে ইনসুলিন তইরি করে। আর ইন্সুলিন তৈরি হলে ডায়াবেটিস ১০০% নিয়ন্ত্রণে চলে আসবে।
ডায়াবেটিস ১০০% নিয়ন্ত্রণের জন্য Bio-technology আপডেট প্রযুক্তির "বায়ো স্প্রে প্লাস" Bio Spray Plus গ্রহণ করুন এবং সুস্থ থাকুন।
ব্যবহারবিধি:-
"বায়ো স্প্রে প্লাস" Bio Spray Plus একটি ডায়েটারি ফুড সাপ্লিমেন্ট যা ১০০% কার্যকরী।
এটি প্রতি মাসে একটি করে ৬ মাস খেতে হবে।
উপকারীতা:-
"বায়ো স্প্রে প্লাস" Bio Spray Plus গ্রহণের ফলে ডায়াবেটিস, হৃদরোগ, প্যারালাইসিস্, দৃষ্টিশক্তি, কোলেস্টেরল,ক্যানসার, উচ্চরক্তচাপ, কিডনি ও যৌন সমস্যা সহ আরও অন্যান্য রোগ ৬ মাসের মধ্যে নিয়ন্ত্রণ করবে।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
যোগাযোগ:- 01705806296
price- 7000tk
No comments:
Post a Comment